Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeরাজনীতিফরিদপুরে নির্বাচনী ব্যানার-গেইট ভাঙচুরের প্রতিবাদে রায়হান জামিলের ঝাড়ু মিছিল

ফরিদপুরে নির্বাচনী ব্যানার-গেইট ভাঙচুরের প্রতিবাদে রায়হান জামিলের ঝাড়ু মিছিল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল নির্বাচনী ব্যানার ও গেইট ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসনের কে এম ডাঙ্গী গ্রামে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর বিভিন্ন প্রার্থীর প্রচারসামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা জানিয়েছেন তারা।

মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে শেষ হয়। এ সময় রায়হান জামিল অভিযোগ করেন, সদরপুরের ভাষাণচর ইউনিয়ন পরিষদের পাশে তার একটি নির্বাচনী গেইট হেলে পড়েছে এবং উপজেলা স্টেডিয়ামের পাশে থাকা একটি বড় ব্যানারও গত রাতে কেউ ছিঁড়ে নিয়ে গেছে। তিনি জানান, নেতাকর্মীরা গেইটটি ঠিক করেছেন।

রায়হান জামিল বলেন, “আমি সবসময় শান্তিপূর্ণ ও ভদ্র রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু যেসব অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, তা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি। জনগণই এসবের সঠিক জবাব দেবে।”

ব্যানার-গেইট ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, এখনো কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ এবং ৩০ নভেম্বর ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করে নির্বাচনী মাঠে আলোচনায় এসেছিলেন রায়হান জামিল।

এই বাংলা/এমএস

টপিক