Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঈশ্বরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাকারিয়া পিন্টুর...
Homeক্যাম্পাসসাত মাসেও ফলাফলহীন ববি এআইএস বিভাগ, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

সাত মাসেও ফলাফলহীন ববি এআইএস বিভাগ, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি :


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সাত মাস ধরে অষ্টম সেমিস্টারের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। চলতি বছরের ১৬ এপ্রিল পরীক্ষা শেষ হলেও এখনো ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শিক্ষার্থীরা জানান, ফলাফল বিলম্বের কারণে তারা চাকরির আবেদন ও মাস্টার্সে ভর্তি—দুই ক্ষেত্রেই পিছিয়ে পড়ছেন।
একজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবারই ফলাফলের জন্য শিক্ষকদের পেছনে ঘুরতে হয়। সময়মতো পরীক্ষা হয় না, ফলাফলও আসে না। এতে আমরা চাকরির সুযোগ হারাচ্ছি।”

আরেকজন বলেন, “অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু ফলাফল না আসায় সব কিছু থেমে আছে। জুন থেকে যত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আমরা কেবল অপেক্ষা করছি।”

বিভাগীয় সূত্র জানায়, পরীক্ষা কমিটির সভাপতি আব্দুল আলিম বাছির ফলাফল প্রকাশে আগ্রহী ছিলেন, তবে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, “যথাযথ সহায়তা পেলে এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব।”

বর্তমানে বিভাগের চেয়ারম্যান ড. হারুন অর রশীদ শিক্ষা ছুটিতে আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশিকুর রহমান জানান, “পরীক্ষা কমিটির দুই শিক্ষকই শিক্ষা ছুটিতে থাকায় কিছুটা দেরি হচ্ছে। তবে আমরা দ্রুত ফলাফল প্রকাশের জন্য কাজ করছি।”

ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন বিভাগের দায়িত্বহীনতা ও প্রশাসনিক জটিলতা নিয়ে। তাদের দাবি, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

এই বাংলা/এমএস

টপিক