নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “আধুনিক ও কর্মমুখী ডোমার গঠনই আমার প্রধান লক্ষ্য। এলাকার বেকারত্ব দূর করে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি ডোমারে একটি আধুনিক বিনোদন পার্ক স্থাপন করা হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার দুপুরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে অনুভব ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল স্বপ্ন যাত্রা ফাউন্ডেশন এবং সার্বিক তত্ত্বাবধানে নীলসাগর গ্রুপ।
অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্যোগে এলাকার কৃতি সন্তানদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সরাসরি সংলাপের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা হাস্যরসের মাধ্যমে নিজেদের এলাকার পরিচিতি তুলে ধরেন এবং শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থানসহ নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মের ভাবনা ও স্বপ্ন থেকেই উন্নত ডোমার গঠনের পথ নির্ধারিত হবে।
প্রধান অতিথি শাহরিন ইসলাম তুহিন আরও বলেন, “আমি যদি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হই এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ডোমার উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। এলাকাবাসীর মৌলিক চাহিদা পূরণে অবকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কার করা হবে।”
তিনি আরও বলেন, “আমাদের দলকে দীর্ঘ ১৭ বছর কথা বলতে দেওয়া হয়নি। নির্যাতন সহ্য করেও আমরা ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছি। এখনো কেউ যদি গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা করে, বিএনপি তা প্রতিহত করবে।”
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে অসহায় মানুষের চিকিৎসা সেবা, স্কুল-কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ নিশ্চিত করবেন।
তুহিনের বক্তব্যে উঠে আসে—ডোমারের উন্নয়ন, তরুণদের সম্ভাবনা এবং পরিবর্তনের প্রত্যয়ে গড়া এক আধুনিক, কর্মসংস্থানমুখী ও মাদকমুক্ত ডোমারের স্বপ্ন।
এই বাংলা/এমএস
টপিক
