ভোলা প্রতিনিধি :
সম্প্রতি ভোলার নবীপুর বদিউল আলম মৌলভী বাড়ি জামে মাসজিদ, ছাত্রদের এক সিরাত মাহফিলে বিশ্ব নবীর জীবনাদর্শ: আমাদের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় উপস্থিত ছাত্রদের মাঝে অর্থ কুরআন মাজিদসহ ইসলামী সাহিত্য বিতরণ করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ প্রফেসর মো: ইসরাফীল, অধ্যক্ষ ভোলা সরকারি কলেজ, বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন মো: ইউনুস, স্কোয়াড্রন লিডার (অবঃ), বাংলাদেশ বিমান, প্রফেসর ডা: নূরে আলম সিদ্দিকী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আবু বকর সিদ্দিক, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, স্মার্ট স্কুল, মসজিদের সভাপতি, মো: মাহফুজুর রহমান, সাবেক মহাপরিচালক, ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি এবং হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের এমডি মো: শফিকুর রহমান।
এ ছাড়া এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেনে ,একটি আদশিক সমাজ গঠনে কোরআন শিক্ষার বিকল্প নেই । কোরআন শিক্ষার মাধ্যমে একটিি আলেকিত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।
তারা বলেন ,আমাদের সমাজকে আমাদেরকেই গঠন করতে হবে। আমাদের এই সমাজকে অন্য কেউ এসে গঠন করে দিবে না।কোরআন হাদীসের জ্ঞান অর্জন করে এ শিক্ষাকে বাস্তব জীবনে এর প্রতিফলন করা আমাদের সকলের জন্য অপরিহার্য কর্তব্য।