ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ফি ও অন্যান্য অর্থ অনলাইনে প্রদানের সুবিধা দিতে ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান শফিউল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএইচআরও ড. কামাল উদ্দীন জসিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন অধ্যাপক ড. কামরুজ্জামান এবং দোয়া পরিচালনা করেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই শিক্ষার্থীদের জন্য এই ই-পেমেন্ট সেবা চালু হবে। এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে ঘরে বসেই শিক্ষার্থীরা ভর্তি ফি, পরীক্ষা ফি ও অন্যান্য পেমেন্ট অনলাইনে পরিশোধ করতে পারবেন।
ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. কামাল উদ্দীন জসিম বলেন, “এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ই-পেমেন্ট সিস্টেম দ্রুত বাস্তবায়িত হবে।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার স্বপ্ন পূরণ হচ্ছে ইসলামী ব্যাংকের সহযোগিতায়। এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ও পরিশ্রম দুটোই বাঁচাবে।”
এই বাংলা/এমএস
টপিক
