ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে দিনভর যুবমিশন আহ্বায়ক সালমান খান বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গিয়ে আনারস প্রতীকের প্রচারপত্র বিতরণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রচারণায় তারা লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ইরান-এর পক্ষে ভোট চান এবং দলের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’ সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
এ সময় সালমান খান বাদশা বলেন, “মুস্তাফিজুর রহমান ইরান আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত একজন নেতা। তিনি ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন। তার নেতৃত্বে ঝালকাঠি-১ আসনে প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে লেবার পার্টি ও ছাত্রমিশনের দুই কর্মী শাহাদাৎ বরণ করেছেন। তাই জনগণ এবার পরিবর্তনের পক্ষে, উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির পক্ষে আনারস প্রতীকে ভোট দিবে বলে আমরা আশাবাদী।”
প্রচারণা চলাকালে নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
