Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ই-পেমেন্ট সিস্টেম চালু, সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ফি ও অন্যান্য অর্থ অনলাইনে প্রদানের সুবিধা দিতে ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সঙ্গে সমঝোতা...
Homeসারাদেশনাটোরে কাব স্কাউটের উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী

নাটোরে কাব স্কাউটের উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী

নাটোর প্রতিনিধি :


বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলা মিনি স্টেডিয়ামে ক্যাম্পুরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সততা, মানবিকতা ও নেতৃত্বগুণ তৈরি করে। তারা আশা প্রকাশ করেন, ক্যাম্পুরীতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সহমর্মিতা, আত্মনির্ভরতা ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করবে এবং সমাজ ও দেশের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা স্কাউটস কমিশনার জান্নাতআরা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক উপপরিচালক আব্দুর রশীদ ও উপআঞ্চলিক কমিশনার (প্রোগ্রাম) কাহারুল ইসলাম জয়।

বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস. এম. গোলাম মহিউদ্দিন জানান, জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ ৬০০ জন অংশগ্রহণকারী এই ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন।

পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরীতে থাকবে—কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্র্যান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, ফান অ্যান্ড গেমস কার্নিভাল, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও মহাতাঁবু জলসাসহ নানা আকর্ষণীয় আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা স্কাউট স্লোগানে মুখরিত করে তোলে পুরো মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ।

এই বাংলা/এমএস
টপিক