Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeআইন ও বিচারকুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি :


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক দুই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে প্রকাশিত এ তথ্য অনুযায়ী, এসব অভিযান পরিচালিত হয় ৭ নভেম্বর রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিংঝাড় বিওপি’র আওতাধীন দক্ষিণ মানিক কাজী এলাকায় রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বিজিবির টহল দল অভিযান চালায়। টহল দল সন্দেহজনক কিছু ব্যক্তির গতিবিধি দেখে ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার করা হয় ভারতীয় ফেন্সিডিলের ৯৪ বোতল, যার বাজারমূল্য প্রায় ৩৭ হাজার ৬০০ টাকা।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালারহাট বিওপি’র আওতাধীন পূর্ব ফুলমতি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সেখানে এক চোরাকারবারী বাইসাইকেল ফেলে পালিয়ে গেলে তা থেকে ৩.২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাইসাইকেলসহ মোট মালামালের বাজারমূল্য আনুমানিক ৫৫ হাজার ২০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন।

বিজিবির এই সফল অভিযান মাদক প্রতিরোধে তাদের দৃঢ় অবস্থান ও দক্ষতার প্রমাণ দিয়েছে, যা মাদকমুক্ত বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক