বিশেষ প্রতিনিধি :
শেরপুর জেলার বিভিন্ন এলাকায় আমন ধানের ক্ষেতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মান্দা পোকা। হঠাৎ করে এই পোকার আক্রমণে মাঠের ধানগাছের শীষ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, ফলে কৃষকদের বছরের পরিশ্রম ও মৌসুমের ফলন মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় কৃষকরা জানান, শুরুতে পাতায় ছোট বাদামী দাগ দেখা গেলেও কয়েক দিনের মধ্যেই শীষ পুরোপুরি সাদা হয়ে ‘হপার বার্ন’ রোগের মতো লক্ষণ দেখা দেয়। এতে শীষে দানা না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে কিছু জমিতে উৎপাদন কমে যাওয়ার লক্ষণ স্পষ্ট হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, মান্দা পোকা ধানের গোড়ায় রস শোষণ করে গাছকে দুর্বল করে দেয়। সময়মতো প্রতিকার না নিলে স্বল্প সময়েই পুরো জমি নষ্ট হয়ে যেতে পারে। আক্রান্ত এলাকা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জমিতে অতিরিক্ত পানি না জমতে দেওয়া, আলোর ফাঁদ ব্যবহার এবং অনুমোদিত কীটনাশক সঠিক নিয়মে প্রয়োগ করলে ক্ষতির মাত্রা অনেকটা কমানো সম্ভব। তারা আরও বলেন, পোকার আক্রমণ শুরুর আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিলে ধানের ফলন রক্ষা করা সম্ভব হবে।
এই বাংলা/এমএস
টপিক
