নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মনিফা বেগম (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিফা বেগম সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, সকালে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে কোন ট্রেনের নিচে এবং কখন তিনি কাটা পড়েছেন, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি।
নিহতের মেয়ে মিতু আক্তার (২৫) জানান, “আমার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। আজ সকালে পুলিশের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পাই।”
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, “ঘটনার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এই বাংলা/এমএস
টপিক
