Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ধানের শীষ প্রতীকে সবাই এক্যবদ্ধ থাকতে হবে: রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা...
Homeবিনোদনদক্ষিণাঞ্চলে ১৪–১৫ নভেম্বর শুরু হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিভা প্রতিযোগিতা

দক্ষিণাঞ্চলে ১৪–১৫ নভেম্বর শুরু হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিভা প্রতিযোগিতা

বরিশাল প্রতিনিধি :


দেশজুড়ে শিশু–কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সবচেয়ে বড় আয়োজন ‘মার্কস অলরাউন্ডার’ এবার পৌঁছেছে বরিশাল অঞ্চলে। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ নভেম্বর (শুক্রবার ও শনিবার) বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সব ভেন্যুতেই সকাল ৮টা থেকে প্রতিযোগিতা শুরু হবে।

১৪ নভেম্বর (শুক্রবার)

  • ভেন্যু ১: ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল), কালীবাড়ি রোড, বরিশাল।
    অংশগ্রহণকারী এলাকা: বরিশাল কোতোয়ালি থানার কাশীপুর, রহমতপুর, নতুন বাজার, বিএম কলেজ, নবগ্রাম, কড়াপুর ও রায়পাশা।

  • ভেন্যু ২: কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া হাউজিং রোড, বরিশাল।
    অংশগ্রহণকারী এলাকা: কাউনিয়া, বন্দর, বিমানবন্দর, আগৈলঝাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, উজিরপুর ও মুলাদী।

১৫ নভেম্বর (শনিবার)

  • ভেন্যু ৩: আছমত আলী খান (এ কে) ইনস্টিটিউশন, গির্জা মহল্লা, বরিশাল সদর।
    অংশগ্রহণকারী এলাকা: রূপাতলী, কালিজিরা, ধপধপিয়া, কোয়েরচর, ব্যান্ড রোড, জাগুয়া, কাজীরহাট, মেহেন্দীগঞ্জ, হিজলা, বাকেরগঞ্জ, ঝালকাঠি ও পিরোজপুর।

  • ভেন্যু ৪: লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, লতিফ স্কুল রোড, পটুয়াখালী।
    অংশগ্রহণকারী এলাকা: পটুয়াখালী ও বরগুনা জেলা।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ:

  • জুনিয়র স্কুল (প্লে–৪র্থ শ্রেণি): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা

  • মিডল স্কুল (৫ম–৮ম শ্রেণি): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা

  • হাইস্কুল ও কলেজ (৯ম–১২শ শ্রেণি): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা

দেশের ১০০টি স্থানে এই আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ৪২টি জেলায় প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পুরস্কার:


তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডার পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি, পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য রয়েছে মোট ১ কোটি টাকার বেশি উপহার ও বৃত্তি।
গ্র্যান্ড ফাইনালে রানার্সআপ ও পারফর্মারদের জন্য থাকবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক এবং বিজয়ী প্রতিষ্ঠানের জন্য থাকবে কম্পিউটার পুরস্কার।

আয়োজকদের ভাষায়, “মার্কস অলরাউন্ডার শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি শিশু–কিশোরদের প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশের এক মহাযাত্রা।”

এই বাংলা/এমএস

টপিক