ঝালকাঠি প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে কাঠালিয়া পাইলট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঝালকাঠি জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন এবং ছাত্রনেতা ব্যারিস্টার জাকারিয়া।
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মীরবহর।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন, যেদিন সেনা ও জনতার ঐক্যে জাতীয় সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এই বাংলা/এমএস
টপিক
