নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা রবিউল আওয়াল লাভলু। তিনি বলেন, “বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, মো. নিয়মত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে বলেন, জাতির ইতিহাসে এই দিনটি গণতন্ত্র, সংহতি ও জাতীয় স্বাধীনতার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
