পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ী ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া ০২ নং ওয়ার্ডের আজহারিয়া দাখিল মাদ্রাসার সংলগ্ন শিকদার বাড়ি জামে মসজিদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান হাওলাদার এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বিগত ১৩ বছরের মসজিদের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে মসজিদের সকল আসবাবপত্র ও হিসাব বই আত্মসাৎ করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় মুসল্লিরা জানান, মসজিদে উপস্থিত মুসল্লিরা পূর্বের কমিটির কাছে হিসাব চাইলে, বজলুর রহমান ও তার ছোট ভাই নজরুল ইসলাম হাওলাদার, যিনি মসজিদের ক্যাশিয়ার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তাদের জোকসা জোষে ১৩ বছরের সকল হিসাব আত্মসাৎ করেন। এছাড়া মুসল্লিদের অভিযোগ, বর্তমান কমিটির সদস্যরা হিসাব চাওয়ার চেষ্টা করলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
মসজিদের মুসল্লিরা মনে করছেন, মসজিদ একটি ইসলামিক প্রতিষ্ঠান হিসেবে সতর্ক ও স্বচ্ছভাবে পরিচালিত হওয়া উচিত। তারা দাবি করছেন, মসজিদের আয়-ব্যয় এবং দায়িত্ব হস্তান্তর সম্পূর্ণভাবে দলীয় প্রভাবমুক্তভাবে করা হোক এবং মসজিদ ইসলামিক মূল্যবোধ ও মুসল্লিদের চাওয়া-পাওয়ার উপর ভিত্তি করে পরিচালিত হোক।
মুসল্লিরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে মসজিদ পরিচালনায় স্বচ্ছতা থাকবে এবং সকল আয়-ব্যয়ের হিসাব মুসল্লিদের কাছে নিয়মিত প্রকাশিত হবে।
