নকলা, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নারী-পুরুষ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। পরবর্তীতে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে জাতিকে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা দেন। সেই থেকে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়ে আসছে।
এই বাংলা/এমএস
টপিক
