Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আওয়ামী নেতার বিরূদ্ধে মসজিদের অর্থ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ী ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া ০২ নং ওয়ার্ডের আজহারিয়া দাখিল মাদ্রাসার সংলগ্ন শিকদার বাড়ি জামে মসজিদের সভাপতি ও ইউনিয়ন...
Homeরাজনীতিরাজাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাজাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুর উপজেলার জগাইরহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ্যাডভোকেট হাফিজুর রহমান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক।

ড. ফয়জুল হক সমাবেশে বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে কোনো মন্দির বা ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনা ঘটেনি। দেশে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বেকারত্ব নিরসনে জামায়াতে ইসলামী জনগণের পাশে আছে। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা ও ন্যায়ের সমাজ গঠন নিশ্চিত করুন।”

শুক্তাগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল আলীম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কবির হোসেন, জামায়াত নেতা এ্যাডভোকেট শাহে আলম, ঝালকাঠি পৌর জামায়াতের আমীর মাওলানা মো. মনিরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথি এ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “বাংলাদেশে ৫ আগস্টের ঘটনার পর থেকে উন্মুক্ত স্থানে রাজনৈতিক কর্মসূচি আয়োজন কঠিন হয়ে গেছে। জনগণের দাবি পূরণের জন্য জুলাই সনদ ঘোষণা করা উচিত এবং গণভোটের মাধ্যমে তা পাশ করতে হবে। গণভোট না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীকে একবার সুযোগ দিন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিন—আমরা ইনশাআল্লাহ ন্যায়ের সমাজ গড়ে তুলব।”

এই বাংলা/এমএস

টপিক