নাটোর প্রতিনিধি :
নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বনবেলঘরিয়া নারায়নপাড়া এলাকা থেকে তাদের ধরা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেফতার ব্যক্তিরা হলেন — হবিগঞ্জ জেলার মাধবপুর থানার খড়কী পশ্চিমপাড় এলাকার মো. মুর্শিদ মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া (২৬), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফকিরপাড়া এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে মো. তারেক আহম্মেদ সুমন (২৬), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়লা ভাঙা শেরোটোলা এলাকার আব্দুল রাকিবের ছেলে মো. আবু হানজালা (২১), একই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. পারভেজ আলী (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা গোয়েন্দা শাখার একটি টিম ঢাকা-রাজশাহী মহাসড়কের বনবেলঘরিয়া নারায়নপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। সন্দেহভাজন ব্যক্তিদের হেফাজত থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জিরো টলারেন্স নীতি অনুযায়ী নাটোর পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলতেই থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক
