নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কিছু ক্ষত-বিক্ষত অংশও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটির ‘বাংলার জ্যোতিতে’ এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র, দুইজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সকাল ১১টার দিকে বিস্ফোরণের পর বাংলার জ্যোতি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, বন্দর, কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ ফায়ার ইউনিটের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর জাহাজ থেকে দুইজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।