পিরোজপুর প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও পথসভা আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পৌর ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে পথসভায় পরিণত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যালিতে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান, জেলা আইনজীবী ফোরামের সদস্য সৈয়দ সাব্বির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ মানুষ একসঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য হাসানুল কবির লিন।
এই বাংলা/এমএস
টপিক
