নিজস্ব প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাজিতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে বাজিতপুরের দিলালপুর বড়খাটুলা ঈদগাহ মাঠে আয়োজিত এ মহাসমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক দিবস। আজ সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। বাজিতপুর হবে সেই আন্দোলনের অন্যতম দুর্গ।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাইয়ুম খাঁন হেলাল। সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কাজল ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আলম (সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা যুবদল), অ্যাডভোকেট মঞ্জুরুল হক রোকন (সাবেক সভাপতি, বাজিতপুর উপজেলা ছাত্রদল), শহীদুজ্জামান বাবু (সাবেক আহ্বায়ক, হিলচিয়া ইউনিয়ন ছাত্রদল), আমিনুজ্জামান শরীফ (যুগ্ম আহ্বায়ক, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল), আনিসুজ্জামান নাসির (দপ্তর সম্পাদক, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল), সোহরাব হোসেন, আনিসুর রহমান খোকন, ফ্রিডম সোহেল মাহমুদ, রনি ভূঁইয়া, ইসমাইল হোসেন, আশরাফুল ইসলাম, নুরে আলম দিপু, নুরুল ইসলাম কাজলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানে অংশ নিয়ে পুরো ঈদগাহ মাঠ মুখরিত করে তোলেন। “গণতন্ত্র মুক্ত করো, দেশনেত্রী মুক্ত করো” ও “তারেক রহমানের নির্দেশে রাজপথে প্রতিজ্ঞাবদ্ধ”— এমন স্লোগানে মুখর ছিল পুরো মাঠ।
প্রধান অতিথি সৈয়দ এহসানুল হুদা আরও বলেন, “বিএনপি জনগণের কাঁধে ভর দিয়ে রাজনীতি করে, জনগণের পিঠে নয়। আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করি। বাজিতপুর-নিকলী হবে তারেক রহমানের নেতৃত্বে গণজাগরণের কেন্দ্রবিন্দু।”
এই বাংলা/এমএস
টপিক
