চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আধুনিক চিকিৎসা সুবিধা নিয়ে ‘ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর যাত্রা শুরু হয়েছে। সুলভ মূল্যে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত হাসপাতালের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কাশেম মন্ডল। প্রধান অতিথি ছিলেন ডা. শাহানা পারভীন বিথী।
চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. পীযূষ বিশ্বাস, ডা. জালাল উদ্দিন, ডা. পীযূষ কুমার সাহা, ডা. সুশীত কুমার বিশ্বাস, ডা. শাহজাহান ও চরভদ্রাসন ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আরএমও ডা. আরিফ হোসেন প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক
