চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
চরভদ্রাসন উপজেলার বিভিন্ন হাট-বাজারের খাবারের হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগ উঠেছে। প্রতিদিন শত শত মানুষ এসব হোটেলে খাবার খেতে গেলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে কার্যক্রম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের অভিযোগ, চরভদ্রাসন সদর বাজার, মৌলভীর চরবাজার, হাজিগঞ্জ বাজার ও জাকেরের সুরা বাজারের অধিকাংশ হোটেলের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান অত্যন্ত নোংরা। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না; অনেক জায়গায় খোলা জায়গায়, রাস্তার পাশেই রান্না হচ্ছে। খোলা খাবারে ধুলাবালি, মশা-মাছি বসে পড়ায় ক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
এছাড়া চরভদ্রাসন বাজারে কয়েকজন হোটেল মালিকের বিরুদ্ধে অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবসা চালানোর অভিযোগও পাওয়া গেছে। “হাজির বিরানি হাউজ” ও “নান্না বিরানি হাউজ” নাম ব্যবহার করে অন্য দোকান থেকে খাবার বিক্রির ঘটনা ঘটছে বলে জানা গেছে, যা স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বা বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণা করছে কিনা তাও যাচাই করা হবে।”
সচেতন নাগরিকরা প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন, যাতে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।
এই বাংলা/এমএস
টপিক
