Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কাঁঠালিয়ায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ডাঃ ইরানের আনারস মার্কার প্রচারপত্র বিতরণ 

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ৭ নভেম্বর (শুক্রবার) সকাল থেকেই যুবমিশন আহবায়ক সালমান খান বাদসার নেতৃত্বে লেবার পার্টি ও যুবমিশনের নেতাকর্মীরা...
Homeক্যাম্পাসইবিতে ফুলকুঁড়ি আসরের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ইবিতে ফুলকুঁড়ি আসরের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ইবি প্রতিনিধি :

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো”এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭নভেম্বর) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল বনাম বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আল মোহিত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার সিইউও আহসান জুবায়ের এবং ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান।

 

ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান বলেন, “আমরা বিশ্বাস করি—আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান সময়ে অধিকাংশ শিশুই মোবাইল আসক্ত হয়ে পড়ছে। আগে যেভাবে শিশুদের মাঠে খেলাধুলায় অংশ নিতে দেখা যেত, আজ তা দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা চাই শিশুরা মাঠে ফিরে আসুক, খেলাধুলা করুক, আর মোবাইল আসক্তি থেকে দূরে থাকুক।এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের আয়োজন।প্রতিষ্ঠালগ্ন থেকেই ফুলকুঁড়ি আসর শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, দক্ষতা অর্জন ও নৈতিক চরিত্র গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

 

প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, “ফুলকুঁড়ি সুন্দর একটি আয়োজন করেছে। এখনকার ছেলে-মেয়েরা সবসময় ঘরে বসে থেকে মোবাইলের প্রতি আসক্ত সেই জায়গা থেকে তোমাদের খেলার প্রতি যে আগ্রহ তৈরি করা সেটা ফুলকুঁড়ি করেছে। তোমরা পরবর্তী প্রজন্ম, তোমরাই এদেশটিকে ধরে রাখবে। সেই তোমাদের মধ্যে সেই কর্মস্পৃহা তৈরি করতে হবে। ঘরে বসে মোবাইলে মাথা গুজে রেখে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। খেলাধুলা ও কায়িকশ্রমের মধ্যে থাকলে তোমাদের সামনের দিনগুলো ভালো হবে।”

 

নির্ধারিত ৪০ মিনিট খেলায় ১-০ শূন্য গোলে চ্যাম্পিয়ন ইবি ল্যাবরেটরি স্কুল ও বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়।

 

খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ।

এই বাংলা/এমএস

টপিক