Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কাঁঠালিয়ায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ডাঃ ইরানের আনারস মার্কার প্রচারপত্র বিতরণ 

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ৭ নভেম্বর (শুক্রবার) সকাল থেকেই যুবমিশন আহবায়ক সালমান খান বাদসার নেতৃত্বে লেবার পার্টি ও যুবমিশনের নেতাকর্মীরা...
Homeআইন ও বিচারময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধি

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধি

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত দিয়ে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মাল্টিপারপাস সেডে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় জাল নোট পাচার রোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাবাসীর সঙ্গে নিয়মিত সভা ও সেমিনার আয়োজনের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে, যাতে তারা জাল নোট পাচারের কোনো তথ্য পেলেই দ্রুত বিজিবিকে জানাতে পারেন।

 

তিনি আরও বলেন, “দেশের অভ্যন্তরে যারা জাল নোট তৈরি ও ছড়িয়ে দেয়, তাদেরও নজরদারির আওতায় আনা হচ্ছে। সীমান্তের জনগণ যেন দেশের স্বার্থে এই প্রতিরোধ কার্যক্রমে সহযোগিতা করে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

 

বিজিবির তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন আসামিসহ মোট ২৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৫৮৬ টাকার সমমূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, গবাদি পশু, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

 

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আরও জানান, “ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক