Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কাঁঠালিয়ায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ডাঃ ইরানের আনারস মার্কার প্রচারপত্র বিতরণ 

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ৭ নভেম্বর (শুক্রবার) সকাল থেকেই যুবমিশন আহবায়ক সালমান খান বাদসার নেতৃত্বে লেবার পার্টি ও যুবমিশনের নেতাকর্মীরা...
Homeরাজনীতিবিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ, সরকারি দল হিসেবে সফল হবে কীভাবে

বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ, সরকারি দল হিসেবে সফল হবে কীভাবে

নিজস্ব প্রতিবেদক :


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ১৫ বছরে বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে। এখন তারা সরকার গঠনের চেষ্টা করছে—যা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, “যে দল বিরোধী দলে থেকেও সফল হতে পারেনি, তারা সরকার গঠন করে কীভাবে সফল হবে, সেটি সময়ই বলবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া কিছু ব্যক্তিত্ব যদি সংস্কার প্রক্রিয়ায় যুক্ত হন, সেই আসনগুলোতে সামান্য সমন্বয় হতে পারে। তিনি বলেন, “যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন, তাদের প্রতি আমাদের সম্মান থাকবে। তবে এক-দুইটি আসনে সমঝোতা হতে পারে।”

দলীয় মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, “প্রার্থী হতে হলে প্রাথমিক সদস্যপদ নিতে হবে। মনোনয়ন আবেদনপত্রে রাজনৈতিক আদর্শ, ব্যক্তিগত তথ্য ও নির্ধারিত ফি দিতে হবে। আমাদের ফরমে সবকিছু স্বচ্ছভাবে উল্লেখ আছে।”

তিনি আরও বলেন, “আগামী সাত দিনের মধ্যে বড় আকারের ক্যাম্পেইন শুরু হবে, যেখানে আমরা আমাদের কার্যক্রম ও নীতিমালা বিস্তারিতভাবে উপস্থাপন করব। দলীয় নাম ও প্রতীক নির্ধারণে আমরা সারা দেশের মানুষের মতামত নিয়েছি। এই স্বচ্ছ মনোনয়ন ও জনসম্পৃক্ত প্রক্রিয়া বাংলাদেশে এনসিপিই প্রথম শুরু করেছে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান, “আপনারা আমাদের এসব নতুন উদ্যোগ প্রচার করুন, যাতে অন্য রাজনৈতিক দলগুলোও স্বচ্ছ প্রক্রিয়ায় উৎসাহিত হয়।”

এই বাংলা/এমএস

টপিক