ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পরিচালনা করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কর্মসূচির অংশ হিসেবে তিনি কাঁঠালিয়ার উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা, শহীদ রাজা ডিগ্রি কলেজ, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ, তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, আমুয়া আমির মোল্লা স্কুল ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
এ সময় ব্যারিস্টার মঈন ফিরোজী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “শিক্ষক সমাজ জাতির বিবেক। একটি সুশিক্ষিত প্রজন্ম গঠনে তাদের ভূমিকা অনন্য। তাই শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি ও শিক্ষকদের মর্যাদা রক্ষাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”
গণসংযোগ চলাকালে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
