চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের আবুরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপস্থিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “দেশ গঠনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের জ্ঞান ও নৈতিকতা উন্নত না হলে জাতি কখনোই উন্নতির পথে এগোতে পারবে না।”
তিনি শিক্ষার্থীদের মেধা ও সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার বলেন, “একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মতো ব্যক্তিত্বকে আমাদের বিদ্যালয়ে পেয়ে আমরা গর্বিত। তার আগ্রহ ও সহায়তা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুর, ছাত্রশিবির আদর্শ থানা সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি মেহেদী হাসান সাকিব, ইঞ্জি. তারেক আজিজ, মো. এরফান উল্যাহ, নুরের ছাপা, আব্দুল্লাহ আল নোমন, মীর হোসেন রাহাত, আনোয়ারুল আজিম, মঞ্জুরুল আলম, আরিফুল ইসলাম, মঈন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় কমিটির সদস্যরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং সবাই এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
