নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদের নেতৃত্বে হাজারো মোটরসাইকেল নিয়ে ব্যাপক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কোর্টমাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির প্রচারণা হিসেবে এ শোভাযাত্রা বের করা হয়। দাউদার মাহমুদ ও তার সহযোগীরা উপজেলার শেরকোল, কলম, হাতিয়ান্দহ, চামারী ও লালোর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। সিংড়ার জনগণ বিএনপির এই পরিবর্তনের আহ্বানে সাড়া দিচ্ছে, যা আসন্ন নির্বাচনের মাঠে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
এই বাংলা/এমএস
টপিক
