খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে আরণ্যক ভ্যাকসিন হোম ও পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে সেবা সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের খাগড়াছড়ি জেলা শাখার সাথেও পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরির একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হলরুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরণ্যক ভ্যাকসিন হোমের চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াস উজ-জামান। উপস্থিত ছিলেন পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ডা. পলাশ মিত্র, আরণ্যক ভ্যাকসিন হোমের ব্যবস্থাপনা পরিচালক যুতিষ্ঠি কুমার দাস, সাংবাদিক জরুহুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে খাগড়াছড়ি জেলায় স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত ও সহজলভ্য হবে। সাধারণ মানুষ দ্রুত টিকা ও পরীক্ষাসেবা পাওয়ার সুযোগ পাবেন। তারা মনে করেন, এটি জেলার স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা মানুষের চিকিৎসা ও নিরাপত্তা সেবাকে আরও ত্বরান্বিত করবে।
