Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান, ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে প্রায় ১০ হাজার...
Homeজাতীয়সৎ ও দক্ষ এলজিইডির একনিষ্ঠ কর্মীর বিরুদ্ধে অপপ্রচার

সৎ ও দক্ষ এলজিইডির একনিষ্ঠ কর্মীর বিরুদ্ধে অপপ্রচার

নাসরিন আক্তার :
স্বৈরাচার সরকারের সময়কার একটি সুবিধাভোগী মহল এলজিইডির সৎ ,দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের সুনাম, সুখ্যাতি নষ্ট করতে তৎপর হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি  এদের আক্রমনের প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন  সৎ,দক্ষ ও যোগ্য হিসেবে স্বীকৃত তত্ত¡াবধায়ক প্রকৈৗশলী মো. মন্জুর আলী এমন অভিযোগও পাওয়া গেছে। এক শ্রেণীর তথাকথিত সংবাদকর্মীর মাধ্যমে এধরনের হীন কর্ম চালাচ্ছে বলে জানা যায়।
কয়েকটি নিন্ম-সারির পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায়  দেখা যায় যে, সবগুলি প্রতিবেদনই একই আঙ্গিকে গাঁথা, এতে  সুনিদিষ্ট কোন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়নি।  তথ্য-উপাত্তহীন অনুমান নির্ভর এই সংবাদ প্রকাশ করে  সংশ্লিষ্ট কর্মকর্তার চাকুরী জীবনের সুনাম নষ্ট করার  চেষ্টা করা হচ্ছে বলে অনেকের ধারণা।
এই মোঃ মঞ্জুর আলী সরকারী চাকুরীরতাবস্থায় বিএনপি দলীয় সমর্থক হওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকারের পুরো সময়টা নিগৃত হয়েছেন এবং তাকে ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে অথচ তাঁর বিরুদ্ধে প্রতিনিয়ত কিছু সাংবাদিক অপপ্রচার করে যাচ্ছে।
এলজিইডির একশ্রেণীর কর্মকর্তা ফ্যাসিষ্টের পুরো সময় সরকারী অর্থ লুটপাতসহ সকল ধরণের সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখন তারাই ফ্যাসিষ্টের সমর্থক নীতি বিবর্জিত তথাকথিত সাংবাদিকদের দ্বারা বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে নীতি বিবর্জিত সংবাদ পরিবেশন করছে। এলজিইডির নিবেদিত কর্মী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মঞ্জুর আলী দীর্ঘ ৩৩ বৎসর চাকুরী জীবন শেষ করেছেন ১০ই অক্টোবর। অথচ তাঁর নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাঁর সম্মানহানির মত কাজ করছে নামসর্বস্ব কিছু সাংবাদিক।মোঃ মঞ্জুর আলী ১৯৬৬ সনের ১১ অক্টোবর দিনাজপুরের সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন, তিনি ১৯৯২ সনের ২৬ নভেম্বরে  এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন,  ২০১০সনের  সিনিয়র সহকারী প্রকৌশলী, একই বছরের নভেম্বরে নির্বাহী প্রকৌশলী (চ:দা),  ২০১৫সনে  নির্বাহী প্রকৌশলী, ২০২৩সনে জুন মাসে তত্ত্ববাবধায়ক প্রকৌশলী (চ:দা) এবং ২০২৪ সনের ২ জানুয়ারিতে তত্ত¡াবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি একই সাথে ২টি বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনসহ ১টি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং এলজিইডির নীতি-নির্ধারণীর দায়িত্ব পালনও করছেন। এ কর্মকর্তা ফ্যাসিষ্টের দ্বারা নিগৃহীত হয়েছেন। ফ্যাসিষ্ট এর সময়ে তাকে জুনিয়র কর্মকর্তার অধীনে কর্মরত থাকতে হয়েছিল। তিনি একজন সৎ, দক্ষ ও ভদ্র কর্মকর্তা হিসেবে এলজিইডিতে পরিচিত। এই ধরনের সৎ ও দক্ষ কর্মকর্তা এলজিইডিতে খুবই প্রয়োজন বলে উন্নয়ন সংশ্লিষ্টরা মনে করছেন ।
এই বাংলা/এমএস