Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeআইন ও বিচারচরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে সাত মামলার আসামি গ্রেপ্তার

চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে সাত মামলার আসামি গ্রেপ্তার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসন থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী মো. ইমরান হোসেন (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বেপারীডাঙ্গী গ্রামের মৃত মো. খলিল বেপারীর ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সূত্রে জানা যায়, ইমরান হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় হামলা, গুরুতর আঘাত, চুরি, চাঁদাবাজি, ভয়ভীতি সৃষ্টি ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে—এফআইআর নং ৫/৮৯ (১৩ ডিসেম্বর ২০১৭), ৩/৬০ (৪ জুলাই ২০১৮), ৮/১৬ (১৯ ফেব্রুয়ারি ২০২০), ৪/২৩ (১৫ এপ্রিল ২০২০), ১/৪৫ (২ আগস্ট ২০২২), ৪ (৭ নভেম্বর ২০২৪) এবং ১ (২ অক্টোবর ২০২৫)।

গতকাল সকাল ৮টার দিকে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজউল্লাহ খানের নেতৃত্বে এসআই ফরহাদ হোসেন ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে। পরে দুপুর ১টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

চরভদ্রাসন থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, “ইমরান হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় রাষ্ট্রবিরোধী কার্যক্রম, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠন পরিচালনার অভিযোগ প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

এই বাংলা/এমএস
টপিক