নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের বড় মাঠে সম্পন্ন হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোমাঞ্চকর ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডোমার জুরিস্ট ইউনাইটেড ও কিশোরগঞ্জ কিংস। উত্তেজনাপূর্ণ ট্রাইবেকারে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় কিশোরগঞ্জ কিংস দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরীর সভাপতিত্বে এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সরকারি কৌশলী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা সজীব বলেন, “আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করতেই এই ক্রীড়া আয়োজন করা হয়েছে। খেলাধুলা মানসিক প্রশান্তি ও ঐক্যবোধ বাড়ায়, যা আমাদের পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।”
এই বাংলা/এমএস
টপিক
