বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মোট ২০০ জন প্রান্তিক কৃষক এই প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোহাম্মদ আপেল মাহমুদ ও রাজিব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, “শিবগঞ্জ একটি কৃষিনির্ভর এলাকা। সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান করছে—এগুলো সঠিকভাবে ব্যবহার করলে ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”
তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, “এই প্রণোদনার লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে স্বনির্ভরতা বৃদ্ধি করা এবং কৃষিকে আরও লাভজনক খাতে পরিণত করা।”
এই বাংলা/এমএস
টপিক
