বরিশাল প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে অভিজ্ঞ নেতাদের ওপরই মূল ভরসা রাখছে বিএনপি। ছয় জেলার ২১টি আসনের মধ্যে ১৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘোষিত প্রার্থীদের মধ্যে বেশিরভাগই সাবেক সংসদ সদস্য বা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা। বরিশাল-১ আসনে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ এ সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৫ এ পাঁচবারের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ এ সাবেক এমপি আবুল হোসেন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া বরগুনা-১ আসনে মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ এ সাবেক এমপি নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ এ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ এ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-২ এ সাবেক এমপি হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ এ ছয়বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ঝালকাঠি-২ এ সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে নবীন নেতাদেরও সুযোগ দিচ্ছে বিএনপি। ভোলা-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা-৪ এ যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বরিশাল-৪ এ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহসান, পিরোজপুর-২ এ আহমেদ সোহেল মঞ্জু সুমন এবং পিরোজপুর-৩ এ রুহুল আমিন দুলাল প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন।
বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, “প্রবীণ ও নবীনদের সমন্বয়ে গঠিত এই প্রার্থী তালিকা বিএনপির ভারসাম্যপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এতে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের একটি পরিষ্কার দিকনির্দেশনা রয়েছে।”
বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবিরের মতে, “অভিজ্ঞদের পাশাপাশি তরুণ নেতৃত্বের উপস্থিতি বিএনপিকে আরও গতিশীল করবে। তারেক রহমানের নেতৃত্বে দলের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বিভাগের এই প্রার্থী তালিকা বিএনপির নতুন কৌশল নির্দেশ করছে—যেখানে অভিজ্ঞ নেতাদের নেতৃত্বে তরুণ প্রজন্মকে প্রস্তুত করা হচ্ছে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনের জন্য।
এই বাংলা/এমএস
টপিক
