Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeদেশগ্রামইন্টারনেটের মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন

ইন্টারনেটের মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি-২০২৫’-এর খসড়া গাইডলাইন বাতিল এবং ইন্টারনেটের সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কর্মসূচি আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও জেলার বিভিন্ন আইএসপি অপারেটররা। মানববন্ধনে বক্তারা জানান, প্রস্তাবিত নীতিমালায় স্থানীয় উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা টিকিয়ে রাখা এবং গ্রাহকবান্ধব সেবা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এতে ব্যবসায়ীদের ক্ষতি এবং গ্রাহকদের ওপর ইন্টারনেট সেবার দাম বৃদ্ধি পেতে পারে।

‘কুড়িগ্রাম অনলাইনে’র সিটিও মো. জাকির হোসেন বলেন, “স্থানীয় অপারেটরদের মতামত উপেক্ষা করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসায় টিকে থাকতে পারবেন না।”

মানববন্ধনে কুড়িগ্রাম আইএসপির মিলন সরকার, কার্নিভাল ইন্টারনেটের ইনচার্জ সুকুমার রায় এবং লিঙ্ক থ্রির কর্মকর্তা রানা বক্তব্য রাখেন। বক্তারা দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করে নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক