Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeজীবন ধারাপিরোজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন সহিংসতা প্রতিরোধে গুরুত্বারোপ

পিরোজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন সহিংসতা প্রতিরোধে গুরুত্বারোপ

পিরোজপুর প্রতিনিধি :

‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন এবং করণীয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার একটি মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার এবং জ্যেষ্ঠ সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বক্তারা জানান, প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি প্রশিক্ষণ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অন্তর্ভুক্ত চারজন পুরুষ এবং আটজন গ্রামীণ নারী তাদের অভিজ্ঞতা ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। শেষ পর্যন্ত প্রযুক্তি-নির্ভর সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক