Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeনগর জীবনবরিশালে দীর্ঘদিনের পানির সংকট দূর করতে সচল হচ্ছে দুই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

বরিশালে দীর্ঘদিনের পানির সংকট দূর করতে সচল হচ্ছে দুই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

বরিশাল প্রতিনিধি :

নগরীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। ২০১৬ সালে নির্মিত রুপাতলী ও বেলতলা এলাকার দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দীর্ঘ নয় বছর পর সচল করার কাজ শুরু হয়েছে। সংস্কারের জন্য বরাদ্দকৃত ৮ কোটি টাকার মধ্যে ইতোমধ্যেই ৭ কোটি টাকায় কাজ শুরু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নগরীতে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে গেছে। যেখানে ১০ বছর আগে ২০ ফুট নিচে পানি পাওয়া যেত, বর্তমানে তা ৪০ থেকে ৫২ ফুটে নেমে গেছে। এর ফলে শতাধিক টিউবওয়েল অচল হয়ে পড়েছে এবং নগরবাসী চরম পানিসঙ্কটে ভুগছেন।

বিসিসির প্রশাসক মো. রায়হান কাওছার জানান, “সংস্কার প্রকল্প বাস্তবায়ন হলে আগামী মার্চের মধ্যে দুটি প্ল্যান্টই চালু হবে। তখন প্রতিদিন নদী থেকে ৩ কোটি ২০ লাখ লিটার পানি সরবরাহ করা যাবে, যা নগরীর অর্ধেক চাহিদা মেটাবে।”

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, “এগুলোর চালু হলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ অর্ধেক কমে আসবে।”

নগরবাসী আশা করছেন, এবার প্রকল্পটি শুধু কাগজে নয়, বাস্তবে রূপ নেবে এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক