ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ডিমলায় সাম্প্রতিক বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে ধানের গাছ মাটিতে নুয়ে পড়লেও কৃষকরা থেমে নেই। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলা বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে দেখা গেছে, কৃষক ও শ্রমিকরা থোকা-ঝুটি বাঁধা পদ্ধতি ব্যবহার করে নুয়ে পড়া ধানকে পুনরায় দাঁড় করানোর চেষ্টা করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খখা খড়িবাড়ি ইউনিয়নের পাগলপাড়া গ্রামের কৃষক মোঃ শামীম ইসলাম বলেন, “এই ঝুটি পদ্ধতি আমাদের পুরনো উপায়। ধারাবাহিকভাবে ব্যবহার করছি, আশা করি কিছুটা হলেও ফলন পাবো।” ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের জুয়েল বলেন, “প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও আমরা হাল ছাড়িনি। এই পদ্ধতিই আমাদের শেষ ভরসা।”
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, “থোকা বা ঝুঁকি বাঁধা পদ্ধতি মাটিতে লুটিয়ে পড়া ধানের শিষগুলোকে পুনরায় ওপরে তুলতে সহায়তা করে। এতে কিছুটা হলেও দানা পূর্ণ হওয়ার সুযোগ তৈরি হয়। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছি, যদি ক্ষতিপূরণ দেওয়া হয়, তা বিতরণ করা হবে।”
উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন কৃষকদের সচেতনতা মূলক প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।
এই বাংলা/এমএস
টপিক
