ভোলা জেলা প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) মধ্যরাতে ভোলা কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ভোলা সদরের কুঞ্জপট্টি ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চলাকালীন একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তার দেহ তল্লাশিতে প্রায় ২৫ পিস ইয়াবা (মূল্য প্রায় ১২,৫০০ টাকা) এবং ১৫০ গ্রাম গাঁজা (মূল্য প্রায় ৪,৫০০ টাকা) উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ বাণিজ্য রোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
