ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
আগামীকাল (৭ নভেম্বর) মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মোঃ আলী আযম চৌধুরী দেশবাসীসহ নাসিরনগর উপজেলার সকল জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসীসহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু একটি রাজনৈতিক মোড় পরিবর্তন নয়; এটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা। সেই বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।”
অ্যাডভোকেট আলী আযম চৌধুরী বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। তাই এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি বলেন, “স্বাধীনতার পরবর্তী সময়ে ক্ষমতাসীন গোষ্ঠী একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে দমিয়ে রেখেছিল। মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে জাতির সঙ্কটকালীন সময়ে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমিক সেনানায়ক জিয়াউর রহমানকে মুক্ত করে স্বাধীনতার চেতনা পুনরুজ্জীবিত করে।”
শেষে তিনি বলেন,“৭ নভেম্বরের বিপ্লব ছিল জাতীয় ঐক্যের প্রতীক—যা দেশপ্রেম, গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করেছিল। আমরা সেই চেতনা হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে চাই।”
এই বাংলা/এমএস
টপিক
