নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল আদিবাসী হত্যার বিচার এবং আদিবাসীদের ভূমি ও জীবনরক্ষার দাবিতে ‘আদিবাসী হত্যা দিবস’ পালন করেছে কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাস।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মুন্ডা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র উঁরাও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য বুদুরাম মাল পাহাড়িয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাস, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলা আহ্বায়ক বাবুল পাহান, বড়াইগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মোহন বাগদী, সদস্য দীপংকর এক্কাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাহেবগঞ্জ-বাগদাফার্মে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল আদিবাসীর হত্যার বিচার এখনো হয়নি। রাষ্ট্রকে অবশ্যই আদিবাসীদের ভূমি রক্ষা ও জীবননিরাপত্তার দায়িত্ব নিতে হবে।”
তাঁরা আরও বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন এবং আদিবাসী বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিও দীর্ঘদিনের দাবি হিসেবে পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল আদিবাসী নিহত হন। এরপর থেকে দিনটিকে ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিভিন্ন আদিবাসী সংগঠন।
এই বাংলা/এমএস
টপিক
