Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আওয়ামী নেতার বিরূদ্ধে মসজিদের অর্থ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ী ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া ০২ নং ওয়ার্ডের আজহারিয়া দাখিল মাদ্রাসার সংলগ্ন শিকদার বাড়ি জামে মসজিদের সভাপতি ও ইউনিয়ন...
Homeরাজনীতিএকদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট করা যাবে:...

একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট করা যাবে: তাহের

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর পল্টন মোড়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসকে ৫ দফা দাবিতে আট দলের পক্ষে স্মারকলিপি হস্তান্তরের আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে একদিনে যা পরিমাণ চাঁদাবাজি হয়, তা দিয়েই প্রতিদিন একটা করে গণভোট আয়োজন করা সম্ভব। তিনি এই মন্তব্যটি বৃহস্পতিবার করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তাহের বলেন, নির্বাচন-তফসিল ঘোষণার পরও গণভোটের সুযোগ থাকবে। “গণভোট দিতে হবে,” তিনি জোর দিয়ে উল্লেখ করেন এবং বলেন, “একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে।”

তিনি আরো বলেন, “আমরা রাজপথে রয়েছে এবং প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত। জুলাইয়ের অর্জনকে সনদকে আমরা ব্যর্থ হতে দেব না।”

সরকারকে নিয়ে তিনি তীব্র মন্তব্য করে বলেন, “সরকার যদি চালাকি করে, তবুও আমরা আমাদের দাবি আদায় করব এবং বাধ্য করব।” তিনি অভিযোগ করেন, সময়ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে।

তাহের আরও বলেন, সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে এবং রাজনৈতিক দলগুলিকে আলোচনায় আমন্ত্রণ জানালে শুধু বলা হবে—তাই হবে না; বড় দলগুলোকে দ্রুত কমিটি গঠন করে আলোচনায় আসার আহ্বান জানান। তিনি বলছেন, বিএনপির পক্ষ থেকেও দ্রুত আলোচনায় আসার অনুরোধ জানানো হবে।

এই বাংলা/এমএস

টপিক