Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeজন-দুর্ভোগচট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মীসহ পাঁচজন গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মীসহ পাঁচজন গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি :


আবারও রক্তে ভেসেছে চট্টগ্রামের রাউজান উপজেলা। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আহতরা হলেন—আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এর মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। মুহূর্তেই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুমনের বুকে গুলি লেগে তিনি গুরুতর আহত।

রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”

তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের অভিযোগ, গুলির ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে।

উল্লেখ্য, গত এক বছরে রাউজান উপজেলায় গুলিবর্ষণ ও সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ঘটনার পুনরাবৃত্তি এলাকায় নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক