Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeপ্রকৃতি ও পরিবেশবরিশালে ঝুঁকিপূর্ণ ৩৫ ভবন অপসারণে সিটি করপোরেশনের উদ্যোগ

বরিশালে ঝুঁকিপূর্ণ ৩৫ ভবন অপসারণে সিটি করপোরেশনের উদ্যোগ

বরিশাল প্রতিনিধি :


প্রায় এক দশকেরও বেশি সময় আগে চিহ্নিত হওয়া ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। গত মাসের শেষ দিকে সদর রোডের দুটি ভবন ভেঙে ফেলার মাধ্যমে এ অভিযানের সূচনা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২০১৩ সালের জরিপে এসব ভবনকে বসবাস ও ব্যবসার অনুপযোগী ঘোষণা করা হয়েছিল। তবে আইনি জটিলতা ও রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন তা কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে প্রশাসনের সহযোগিতায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভবনমালিকদের লিখিতভাবে নোটিশ দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে সব ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা হবে।

প্রশাসক রায়হান কাওছার বলেন, “এসব ভবন বিল্ডিং কোডের মানদণ্ড অনুসরণ না করেই নির্মিত। জননিরাপত্তার স্বার্থে পর্যায়ক্রমে সব ভবন অপসারণ করা হবে।”

তালিকা অনুযায়ী সদর রোড, বগুড়া রোড, কাউনিয়া, চিত্ত সাহা ভবন, মিল্লাত ফার্মেসি ও আহম্মদ ক্লথ স্টোরসহ মোট ৩৫টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত রয়েছে। এর অধিকাংশ ভবনেই এখনো ব্যবসা ও বসবাস চলছে।

নগরবাসীরা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক