ঈশ্বরদী প্রতিনিধি:
গতকাল ঈশ্বরদী–আটঘরিয়া জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে হাবিবুর রহমান (হাবিব) সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদিত হয়েছে। হাবিব মনোনয়ন ঘোষণার প্রাক্কালে ঈশ্বরদীতে তার সমর্থক গোষ্ঠীর সদস্যরা বিএনপি নেতাজাকারিয়া পিন্টু ও তার অনুগামীদের লক্ষ্য করে সহিংস আচরণ চালায়।
ঘটনাস্থলে অভিজ্ঞদের বর্ণনায়, হাবিব গোষ্ঠীর সন্ত্রাসীদের হাতে আহত হয়েছেন আটঘরিয়ার মাঁচপাড়া ইউনিয়নের সাবেক সদস্য গাফফার, যুবদলের সদস্য নাসির, জীবন, আলিফ, সুজ্জ্বলসহ অনেকে। তাদের মধ্যে কয়েকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনার প্রতিবাদে রাত ১১:৩০ মিনিটে একটি বিক্ষোভ মিছিল বাজারের ১ নম্বর গেট থেকে রেলগেট বরাবর চলে এবং পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি। বিক্ষোভে উপস্থিত নেতারা হুমকি-ধমকিসহ বাড়িঘরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল অভিযোগ করেন, হাবিব সমর্থকেরা জাকারিয়া পিন্টু সমর্থকদের আবাদি কলা গাছ কেটে ও পুকুরে বিষ দিয়ে মাছ নষ্ট করেছে; বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা ও বাড়িতে হামলাও ঘটেছে। তিনি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করেন এবং না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন।
জাকারিয়া পিন্টু বলেন, দলের স্বার্থ ও ঐক্যের জন্য তিনি তৎপর রয়েছেন, তবে নেতা-কর্মীদের ওপর হামলা হলে তিনি চুপ থাকবেন না এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। তিনি ইতিমধ্যেই হাবিবকে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং দলের নির্দেশ মেনে কাজ করে যাচ্ছেন।
আহতরা চিকিৎসা শেষে থানায় গেলে ওসির পরামর্শে লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দেওয়া হয়। ঈশ্বরদী থানার ওসি জানান (পুলিশ) খবর পেলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক
