এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় শুক্লা হাওলাদার (৫০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের পঙ্কজ মন্ডলের স্ত্রী তিনি কীর্ত্তিপাশার প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার এএসআই মো. জালাল বলেন, আবু হোসেন নামের এক ব্যক্তির দায়ের করা চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদারের এক বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করে আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এই বাংলা/এমএস
টপিক