চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে চান্দগাঁও থানার খন্দকিয়ার চালিতাতলি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারণার সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ সরোয়ার বাবলা (৪২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে সরোয়ার বাবলার মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য মেলেনি।
এরশাদ উল্লাহর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমে যায়। পাশাপাশি চট্টগ্রাম শহরসহ চান্দগাঁও ও বোয়ালখালী এলাকায় প্রতিবাদ মিছিল বের করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক
