নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার খলিফারহাট বাজারে বুধবার সকাল ১০টায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে খলিফারহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে কিছু যুবক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে স্থানীয় বহিস্কৃত বিএনপি নেতা নুরুল আমিনের অনুসারী সুরুজ তাদের মারধর করেন। বুধবার সকালে সুরুজ ফের তার অনুসারীদের নিয়ে বাজারে হামলা চালায়। এ সময় যুবদল কর্মি সিরাজ, পথচারী হিমেল ও সবজি বিক্রেতা গাজীসহ পাঁচজন আহত হন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, আহতদের মধ্যে কিছু গুরুতর। তবে ঘটনার বিস্তারিত তদন্তের পরই তথ্য নিশ্চিত করা যাবে।
এই বাংলা/এমএস
টপিক
