ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের এক সাংবাদিক হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় নয়জন শিক্ষার্থীকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ১২ জুলাই কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন খেলা চলাকালে সিনিয়র ও জুনিয়রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও করতে গেলে কয়েকজন সাংবাদিককে মারধর করা হয় এবং এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে রিসেট করে তথ্য মুছে ফেলা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে নাহিদ হাসান, আফসানা পারভীন তিনা ও রিয়াজ মোর্শেদ রয়েছেন। তদন্তে সীমিত সংশ্লিষ্টতা পাওয়া নয় শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
অফিস আদেশে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
