বরিশাল প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তীব্র বিভাজনের পর শেষ পর্যন্ত হাইকমান্ডের সিদ্ধান্তে বিএনপি নেতারা একমত হয়েছেন। মনোনয়ন বঞ্চিত কোনো নেতাই প্রকাশ্যে অসন্তোষ দেখাননি; বরং দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত সোমবার রাতে বিএনপি বরিশালের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ এ সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ এ রাজিব আহসান, বরিশাল-৫ এ মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ এ আবুল হোসেন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকা সত্ত্বেও স্থানীয় নেতারা হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। বিশেষ করে বরিশাল-২ ও বরিশাল-৫ আসনে পূর্বের দ্বন্দ্ব ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন। বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, “হাইকমান্ডের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করছি।”
মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় নেতা আবু নাসের রহমত উল্লাহ ও জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীনও একই অভিব্যক্তি প্রকাশ করেছেন। বর্ষীয়াণ নেতা মজিবর রহমান সরোয়ার বলেন, “তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। সকলে সেই সিদ্ধান্ত মেনে চলবে এবং ধানের শীষের বিজয়ে কাজ করবে।”
রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বরিশালের বিভাজিত বিএনপি এখন ঐক্যবদ্ধভাবে নির্বাচনের ময়দানে নামছে, যা দলীয় শক্তি বৃদ্ধি ও ভোটার আস্থার প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক
